সোমবার SLST চাকরিপ্রার্থীদের ৫ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বৈঠকের জন্য প্রস্তাব দিয়েছেন। থাকবেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠকে কুণাল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। যদিও আগেভাগেই তৃণমূলের রাজ্য সম্পাদক এই নিয়েই যুক্তি দিয়ে রেখেছেন। কুণালের বক্তব্য, তিনি শুভানুধ্যায়ী হিসেবে থাকতে চান ওই বৈঠকে।
সোমবার বেলা ১টায় ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠকের কথা আছে। বৈঠক নিয়ে ইতিমধ্যেই আশা-আশঙ্কায় দুলছে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ। শনিবার মাথান্যাড়া করে প্রতিবাদ করেছিলেন এক মহিলা চাকরিপ্রার্থী। সেই মঞ্চে গিয়ে কুণাল ঘোষকে শুনতে হয়েছিল চোর চোর স্লোগান। কুণাল ঘোষ জানান, যদি কোনও ভুল হয়, তা হলে সরকারের তরফে প্রায়শ্চিত্ত হবে। এরপরই শিক্ষামন্ত্রীকে ফোন করেন কুণাল ঘোষ। বৈঠক চূড়ান্ত হয়।