বড়দিনের(Christmas) মরশুমে ফের ডিমের দাম বাড়ল। এতদিন ডিম(Egg Price Hike Again) খুচরো বাজারে জোড়া হিসেবে বিকোতো ১০ থেকে ১১ টাকায়। তা বর্তমানে বেড়ে হয়েছে ১২ থেকে ১৪ টাকা জোড়া। কোথাও ১২-১৩ টাকা, কোথাও বা ১৪ টাকাতেই কিনতে হচ্ছে ডিম। কালীপুজোর(Kalipuja 2022) আগেই ডিমের দাম বেড়েছিল। তার একমাসের মধ্যেই আবার ডিমের দাম(Egg Price Hike Aggin) বাড়ায় সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা।
রাজ্যের তরফে খবর, অতিরিক্ত চাহিদার ঘাটতি পূরণে বাইরে থেকে আমদানি হচ্ছে ডিম(Egg Price Hike)। ফলে দাম বাড়াতে বাধ্য হয়েছেন বিক্রেতারা। তবে অদূর ভবিষ্যতে নতুন করে আর এই দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেছেন রাজ্য বাজার কমিটির টাস্ক ফোর্সের(West Bengal Task Force) সদস্য রবীন্দ্রনাথ কোলে।
বর্তমানে মাছ(Fish Price Hike) থেকে মাংস সবেরই দাম আকাশছোঁয়া। পাঁঠার মাংসের দাম(Mutton Price Hike) ৮০০ টাকা ছাড়িয়েছে কোথাও কোথাও। ফলে এতদিন মধ্যবিত্ত-নিম্নবিত্তের হাতের নাগালে ছিল কেবল হাঁস-মুরগির ডিম(Egg Price Hike Again)। কিন্তু এবার দফায় দফায় ডিমের দামেও কোপ পড়ায় প্রমাদ গুনছেন সাধারণ মানুষ।