মধ্যবিত্তের মাথায় হাত। মাটন-চিকেনের পর এবার বাড়তে চলেছে মুরগির ডিমের দাম। কালীপুজোর পর থেকেই ডিমের দাম বেড়ে চলেছে বলেই খবর।
বর্তমানে কলকাতার বাজারে ডিমের দাম সাড়ে ৬ টাকা। কোথাও কোথাও তা ৭টাকা। কিন্তু সেই দাম আরও বাড়তে পারে বলেই খবর। বড়দিনের আগে ডিমের এই দামবৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই।
আরও পড়ুন- Amit Shah: বিশেষ কারণে ৫ নভেম্বর কলকাতায় আসছেন না অমিত শাহ, আপাতত স্থগিত বৈঠক
বর্তমানে মাছ থেকে মাংস সবেরই দাম আকাশছোঁয়া। পাঁঠার মাংসের দাম ৮০০ টাকা ছাড়িয়েছে কোথাও কোথাও। ফলে এতদিন মধ্যবিত্ত-নিম্নবিত্তের হাতের নাগালে ছিল কেবল হাঁস-মুরগির ডিম। কিন্তু এবার ডিমের দামেও কোপ পড়ায় প্রমাদ গুনছেন সাধারণ মানুষ।