কলকাতায় শীত নামছে, ছোট হয়ে আসছে দিন, নাহ, সামনেই যে বড়দিন! মানে, বাতাসে কেক কেক গন্ধ। আর সারা বছর যাঁদের রাজনীতি নিয়ে চর্চা, বড়দিন বুঝি তাঁদের নয়? তা কখনও হয়? তাই কেকের গন্ধ বিধানসভাতেও। সেখানে সকলকে নিজেদের হাতে তৈরি কেক খাওয়াল একঝাঁক তরুণ পড়ুয়া।
EIILM – Kolkata হোটেল অ্যান্ড হস্পিটালিটি বিভগের ছাত্রছাত্রীরা ২২ ডিসেম্বর, ৪০০টি কেক নিয়ে পৌঁছে গিয়েছিল বিধানসভায়। বিধানভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এর হাতে কেক তুলে দিলেন কলেজ কর্তৃপক্ষ।
ভাবছেন, ৪০০ টি কেক তৈরি! এ তো মহাযজ্ঞ! আসলে তার চেয়েও অনেক বেশি কেক বানিয়েছে পড়ুয়ারা, সে সবের কিছু বিক্রিও হচ্ছে বাজারে, কিছু আবার বিতরণ করা হচ্ছে।
গত ২২শে নভেম্বর হয়েছিল কেক মিক্সিং-এর আয়োজন। দীর্ঘ একমাস ধরে চলেছে কেক বানানোর প্রস্তুতি। তরুণ প্রতিভাদের কেক বানাতে সাহায্য করেছিল De Sovrani হোটেল।
সব মিলিয়ে বছর শেষের সময়ে রাজনীতিতে পক্ষ-বিপক্ষ চললেও সবাই কিন্তু উদযাপনের পক্ষেই।