লোকসভার আগে রাজনীতিতে শাসক দল বিরোধী পক্ষের মধ্যে চরম তর্ক বিতর্ক, বাদানুবাদ লেগে থাকাই দস্তুর, কিন্তু বড়দিন যে, এ সময়ে সকল পক্ষই কেকের পক্ষে। তাই কেকের গন্ধ বিধানসভাতেও। বিধায়কদের নিজেদের হাতে তৈরি কেক খাওয়াল একঝাঁক পড়ুয়া।
EIILM – Kolkata হোটেল অ্যান্ড হস্পিটালিটি বিভাগের ছাত্রছাত্রীরা ২২ ডিসেম্বর পৌঁছে গিয়েছিল বিধানসভায়, সঙ্গে নিজেদের হাতে বানানো ৪৭০ টি কেক। বিধানভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে বড়দিনের উপহার হিসেবে সে সব কেক তুলে দিলেন প্রতিষ্ঠানের কর্ণধার রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
২২শে নভেম্বর হয়েছিল পড়ুয়াদের গ্র্যান্ড কেক মিক্সিং। এক ঝাঁক তরুণ প্রতিভাকে কেক বানাতে সাহায্য করেছিল De Sovrani হোটেল।
রাজনীতির বড় দিনের আগে বিধায়করা যেন একটু হালকা মেজাজে। কেক-সান্টা নিয়ে কাটছে উৎসবের দিন।