রাজ্য সরকারের কার্নিভাল। তা-ও দু বছর পরে। কিন্তু এবার সেই কার্নিভালে যাবে না কলকাতার অন্য়তম বড় পুজো একডালিয়া এভারগ্রিন। নবান্নকে চিঠি লিখে তাদের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এমনকী বৃহস্পতিবার সন্ধ্য়ায় বাজে কদমতলা ঘাটে তাদের প্রতিমার বিসর্জনও হয়ে গেল।
এই পুজোর প্রাণ পুরুষ ছিলেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়। এবার পুজোর উদ্বোধনে গিয়ে সুব্রত মুখোপাধ্য়াকে নিয়ে আবেগতাড়িত হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন তিনি সুব্রত মুখোপাধ্য়ায়কে মিস করেন। সেই সুব্রতকে ছাড়া এই প্রথম পুজো করেছে একডালিয়া। গত দু বছর করোনার জেরে কার্নিভাল হয়নি। কিন্তু তার আগে এই রঙিন অনুষ্ঠানে যেমন সুব্রত ছিলেন, তেমনই থাকত তাঁর একডালিয়া এভারগ্রিন।
নবান্ন সূত্রে খবর, মুখ্য়সচিবকে চিঠি দেয়ে তাদের না থাকার কথা জানিয়েছে একডালিয়া। তাঁকে ছাড়া সব আনন্দই বৃথা। এবার মণ্ডপের সামনে সুব্রত ছবির নিচেই এটাই লেখা ছিল। তবুও ভিড়ের নিরিখে পঞ্চমী থেকে নবমী বাকি সবাইকে টেক্কা দিয়েছে একডালিয়া।