গত ৮ জুলাই থেকে নিখোঁজ স্কুল ছাত্র সৌভিক দেবনাথ। পুলিশে ডায়েরি করেও কোনও ফল হয়নি। এই অভিযোগে বুধবার সকাল থেকেই বৃষ্টি মাথায় বাগুইআটি থানার সামনে ধরনায় বসেন নিখোঁজ স্কুলছাত্রের মা-বাবা। তাঁদের একটাই দাবি, ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিক পুলিশ।
জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ নবম শ্রেণির পড়ুয়া সৌভিক দেবনাথ৷ বিধাননগর মিউনিসিপ্যালিটি স্কুলের ছাত্র সৌভিক নিখোঁজ হওয়ার পরই বাগুইআটি থানায় ডায়েরি করেন ছাত্রের বাবা তরঙ্গ দেবনাথ এবং মা সুমিত্রা দেবনাথ৷ পাশাপাশি, নিজেরাও বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিতে শুরু করেন।
যদিও ওই দম্পতির অভিযোগ, ছেলেকে খুঁজে দেওয়ার বিষয়ে কোনও সহযোগিতাই করেনি পুলিশ৷ উল্টে বাগুইআটি থানায় এলে পুলিশকর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে এদিন বৃষ্টির মধ্যেই থানার ঢোকার রাস্তার উপরেই ধরনায় বসেন ওই দম্পতি৷ বৃষ্টির মধ্যেই বসে থাকেন তাঁরা৷ বিষয়টি সংবাদ মাধ্যমের নজরে আসতেই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় থানার ভিতরে। সেখানে ছেলেকে খোঁজার ব্যাপারে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেওয়া হয় তাঁদের৷