এবার মেডিকেল কলেজের পড়ুয়াদের পাশে অপর্ণা সেন(Aparna Sen on TMC)। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনে(Students Protest in Medical College) সংহতি জানিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনায় সরব হন এই অভিনেতা-নির্দেশক(Aparna Sen)। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, 'তৃণমূলের স্বৈরাচারী পদক্ষেপের নিন্দা করছি। আমি প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানাচ্ছি।' বৃহস্পতিবার অপর্ণা সেনের এই পোস্টে নড়েচড়ে বসেন রাজনীতির কারবারীরা। উল্লেখ্য, শুধু অপর্ণা সেন নন। এই ঘটনার প্রতিবাদ জানান নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন(Kaushik Sen on TMC) সহ একাধিক বিশিষ্টজন।
আগে অনশন প্রত্যাহার করতে হবে। তারপর নির্বাচন নিয়ে ভাবনা। সোমবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে একথাই জানিয়েছিলেন রাজ্য়ের স্বাস্থ্য-প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। তিনি জানান, মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) নির্দেশেই এদিন তিনি অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তাঁদের বোঝানোর চেষ্টা করেন। পরে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার নির্বাচন করানোর ব্য়াপারে বদ্ধপরিকর।
৫ ডিসেম্বর, সোমবার দুপুর থেকেই অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে(Students Protest in Medical College) বসেন ডাক্তারি পড়ুয়ারা। রাতভর সেই বিক্ষোভ চলার পর মঙ্গলবার তা আরও বড় আকার নেয়। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটকে রাখার অভিযোগ ওঠে। অন্যদিকে, নার্সিং সুপারকে আটকে রাখার অভিযোগে রাতেই অধ্যক্ষের ঘরের সামনে পাল্টা অবস্থানে(Nurse Agitation in Medical College) বসেন নার্সরাও।
পরবর্তীতে দেড় দিনের মাথায় অবশেষে ঘেরাও তুলে নেন কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) পড়ুয়ারা। বুধবার রাত দেড়টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে পড়ুয়ারা জানান, আপাতত তাঁরা ঘেরাও (Students Protest in Medical College) তুলে নিচ্ছেন । তবে, তাঁদের তিনটে দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তাঁরা।