দক্ষিণ কলকাতার কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিক ভাবে পুলিশের অনুমাণ, আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া। যদিও সূত্রের খবর, এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত পড়ুয়ার নাম সোহম বসু। পুলিশ জানিয়েছে, শনিবার ক্রিকেট খেলার জন্য সোহম ডাকতে গিয়েছিল স্থানীয় দুই যুবক। সামনে ফাইনাল পরীক্ষা থাকায় সোহম পড়তে বসতে বলেন তাঁর মা। এরপর ওই দুই যুবক চলে যায়। এরপর শনিবার দুপুর সোয়া দুটো নাগাদ সোহমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা-মা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
এলাকায় ভাল ক্রিকেটার হিসাবেই পরিচিত ছিলেন সোহম। তাঁর বন্ধুরাও এই ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন। সেইমতো একটি ম্যাচ খেলার জন্যই শনিবার তাঁকে ডাকতে এসেছিল স্থানীয় দুই যুবক। কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য সোহমের মা ছেলেকে খেলতে যেতে বারন করেন।
ওই পড়ুয়া নিউ গড়িয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট ভালবাসতেন সোহম। পাড়ার ছেলেদের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলতেন।