Entally Murder: বিহার থেকে হবু জামাইয়ের পিছু নিয়েছিলেন শ্বশুর, এন্টালি খুনে নয়া মোড়

Updated : Nov 29, 2022 19:14
|
Editorji News Desk

এন্টালি কাণ্ডে নয়া মোড়। পরিত্যক্ত আবাসন থেকে উদ্ধার হওয়া অঞ্জলি শর্মা নামে ওই তরুণী বিহার থেকে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। তাঁর সঙ্গে এসেছিলেন চিত্তরঞ্জন কুমার নামে এক ব্যক্তি। আর তাঁদের পিছু নিয়েছিলেন চিত্তরঞ্জনের হবু শ্বশুর।

এরপরেই মঙ্গলবার সকালে আচমকাই খুন হন তরুণী। থানায় অভিযোগ জানান চিত্তরঞ্জন। এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। কিন্তু কলকাতায় চিকিৎসা করাতে এসে কেন খুন হলেন অঞ্জলি? চিত্তরঞ্জন বা অঞ্জলির সম্পর্কটাই বা কী? এখন সেই প্রশ্নের উত্তর খুজছে-ন তদন্তকারী আধিকারিকরা। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিধবা বৌদির সঙ্গে বিয়ে ঠিক হয় বিহারের চিত্তরঞ্জন কুমারের। সোমবার অঞ্জলিকে নিয়ে কলকাতায় এসেছিলেন তিনি। তাঁদের পিছু নিয়েছিল হবু শ্বশুর। অভিযোগ, মঙ্গলবার আচমকাই তিনি পরিচিত অঞ্জলিকে খুন করে পালায়।  কিন্তু কেন ভিনরাজ্যে এসে অঞ্জলিকে খুন করলেন আত্মীয়রা? হবু জামাইয়ের সঙ্গে অঞ্জলির সম্পর্ক রয়েছে ভেবেই কি এই খুন? তা জানার চেষ্টা করছে লালবাজারের হোমিসাইড শাখা। 

চিত্তরঞ্জন আর অঞ্জলি যে বাড়িতে এসে উঠেছিলেন তার মালকিনের বিষয়েও তদন্ত করছে পুলিশ। মালকিনের নাম জয়ন্তি। সেই প্রৌঢ়াকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বার বার ধন্ধে পড়েছে পুলিশ। নিজের পদবি কখনও উপাধ্যায় আবার কখনও রায় বলছেন তিনি। জানা গিয়েছে, সোমবার এন্টালির ওই ঘরে তর্কাতর্কি হয়েছিল চিত্তরঞ্জন এবং তাঁর হবু শ্বশুরের। তার পরেই এই খুন। 

LalbazarBiharkolkata

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা