চালু হয়ে গেল দেশের প্রথম গঙ্গাগর্ভে মেট্রো পরিষেবা। মেট্রো রেল বিজ্ঞপ্তি প্রকাশ করে আগেই জানিয়েছিল, শুক্রবার সকাল ৭টা থেকে প্রথম পরিষেবা পাবেন সাধারণ মানুষ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা।
শুক্রবার সকাল ৭টায় এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো ছাড়ে হাওড়া ময়দানের উদ্দেশে। এই ঐতিহাসিক সফর নিয়ে উন্মাদনা ছিল মানুষের মধ্যে। প্রথম দিন কত মানুষ এই লাইনে যাতায়াত করবেন, তার দিকে নজর থাকবে মেট্রো কর্তৃপক্ষের।
গত ৬ মার্চ গঙ্গাগর্ভের এই মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের আরও দুটি মেট্রো রুটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জোকা-তারাতলা ও নিউ গড়িয়া-রুবি মেট্রো রুটেও উদ্বোধন করেন।
গঙ্গাগর্ভে ৫২০ মিটার মেট্রো পথে যেতে সময় লাগবে ৪৫ সেকেন্ড। গঙ্গার নিচে দুটি সুড়ঙ্গ করা আছে। নীল আলোর ব্যবস্থা করা হয়েছে। ওই আলোর মাধ্যমে বোঝা যাবে, ট্রেনটি গঙ্গার নিচে রয়েছে।