হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya)। হার্টের সমস্যা নিয়ে বুধবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৭৩ বছরের মীরা দেবীকে। হাসপাতাল সূত্রে খবর, পেসমেকার বসানো ছিল তাঁর বুকে। এবার সেই পেসমেকারের ব্যাটারি বদলাতেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
Nabanna : উত্তপ্ত ভাঙড়, নবান্নে নালিশ করতে এসেও মুখ্য়মন্ত্রীর দেখা পেলেন না নওশাদ!
যন্ত্রচালিত হৃদপিন্ড অর্থাৎ এই পেসমেকার চলে ব্যাটারিতে। নির্দিষ্ট কয়েক বছর অন্তর সেই ব্যাটারি না বদলালে থমকে জিতে পারে স্পন্দন , টেম্পোরারি পেসমেকার সার্পোটে রেখে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন পেসমেকার বসাতে হয়। হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর আপাতত স্থিতিশীল রয়েছেন মীরা দেবী।