রবিবার সল্টলেকের নতুন বাজারে সিপিএমের এক পথসভাকে কেন্দ্র করে খানিকক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের অভিযোগ, পুলিশের থেকে অনুমতি না নিয়ে এই সভা করছিল সিপিএম। যা কার্যত স্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। এদিন সভা হওয়ার একঘণ্টা পর ঘটনাস্থলে আসে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তাঁদেরকে অনুমতি পত্র দেখাতে পারেনি সিপিএম নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, পথসভা থেকে বিনাপ্ররোচনায় তাদের কর্মী, সমর্থকদের অপমানজনক শব্দ ব্যবহার করা হয়। যদিও তা অস্বীকার করেছে সিপিএম।
মূলত রাজারহাট নিউটাউনে জ্যোতি বসু রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টারের অর্থ সংগ্রহের জন্য এদিন নতুন বাজার এলাকায় এই পথসভার আয়োজন করেছিল সিপিএম। স্থানীয় সিপিএম নেতা দেবাশিস সিনহার জানান, ছোট পথসভা, তাই পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়নি। কারণ, তারা রাস্তায় মঞ্চ তৈরি করে কোনও সভা করছিলেন না। সিপিএম নেতার অভিযোগ, পুলিশের পিছু পিছুই আসেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এসে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা বাপি ঘোষ। তাঁর পালটা অভিযোগ, প্রতি রবিবার হলেই রাস্তায় দাঁড়িয়ে তারস্বরে মাইক বাজিয়ে সভা করে সিপিএম। তাতে এলাকার শিশুদের পড়াশোনার ক্ষতি হয়। এমনকী, অসুস্থরাও বিরক্ত বোধ করে। শুধু তাই নয়, পথ সভা থেকে তাঁদের চোর বলে অপমান করা হয় বলেও অভিযোগ বাপি ঘোষের।