কলকাতা বইমেলা থেকে ১৮টি গন্তব্যের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এই বাস বইপ্রেমীদের বইমেলা পৌঁছে দেবে। আগামী ১৮ জানুয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন। সে দিন থেকেই বিশেষ বাস পরিষেবা পাওয়া যাবে।
বুধবার রাজ্য পরিবহন দফতর কসবায় একটি সাংবাদিক সম্মেলন করে। বইমেলার বাস পরিষেবার বিষয় জানানো হয়। জানা যায়, ৩১ জানুয়ারি পর্যন্ত বইমেলা উপলক্ষ্যে ২০০টি বিশেষ বাস চলবে।
যারা বইমেলায় অ্যাপ ক্যাবের মাধ্যমে যাতায়াত করবেন, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ময়ূখ ভবনের বিপরীতে বিধাননগর সুইমিং পুলের কাছে পিক আপ পয়েন্ট করা হয়েছে। ওখান থেকেই পাওয়া যাবে ক্যাব।