গতবছর বিপুল ভোটে মসনদে ফিরেছিলেন। কিন্তু করোনা বিধি মেনে ভার্চুয়াল সভা হয়েছিল। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম শাসকদল তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের প্রকাশ্য সমাবেশ (21 July Meeting)। তাই নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নিরাপত্তাও দ্বিগুণ বাড়ানো হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয়, তার জন্য বাড়তি নিরাপত্তা বলয় মোতায়েন করা হয়েছে।
সূত্রের খবর, এবার ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিশেষ গেটের ব্যবস্থা করা হবে। সেই গেট দিয়েই প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বেরোবেন তিনি। মঙ্গলবার ২১ জুলাইয়ের মঞ্চ ঘুরে দেখেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।
আরও পড়ুন: পূর্ব রেলের হাত ধরে রাজ্যে শুরু স্বাধীনতার অমৃত মহোৎসব, চলবে সপ্তাহভর
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে হঠাৎ করেই রাতের অন্ধকারে এক ব্যক্তি প্রবেশ করে। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধরা পড়ে হাফিজুল মোল্লা নামে ওই ব্যক্তি। এরপরই লালবাজারের পক্ষ থেকে নিরাপত্তা মজবুত করা হয়েছে। অতিরিক্ত আরও ১৮ জন কনস্টেবলে মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যাও। টহলদারি ভ্যানের সংখ্যাও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকা ও বেরোনোর পথে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে কলকাতা পুলিশ।