BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানেও CBI তদন্ত, জেপি নাড্ডাকে রিপোর্ট দিয়ে দাবি বিজেপির প্রতিনিধি দলের

Updated : Oct 01, 2022 21:03
|
Editorji News Desk

এবার নবান্ন অভিযান নিয়েও সিবিআই তদন্তের আর্জি বিজেপির। নবান্ন অভিযানের দিন কী হয়েছিল, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি দল গঠন করে বিজেপি। শনিবার নবান্ন অভিযান নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে বিস্তারিত রিপোর্ট জমা করেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।  সেখানে অভিযোগ করা হয়েছে, রাজ্য পুলিশ তৃণমূলের নির্দেশেই এই কাজ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করা হয়েছে। তৃণমূল যদিও পাল্টা আক্রমণ করেছে বিজেপিকে। তাঁদের দাবি, বিজেপির প্রতিনিধি দলের রিপোর্ট তাঁদের দলের মতোই। 

গত ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান করে। কলকাতা, হাওড়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ায় একাধিক বিজেপি কর্মী। কী হয়েছিল দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠায় বিজেপি। পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, পঞ্জাবের বিজেপি নেতা সুনীল ঝাকড়, রাজ্যবর্ধন সিং রাঠোর, অপরাজিতা সারঙ্গি এবং সমীর ওঁরাও। শনিবার সেই কমিটির রিপোর্টে অভিযোগ করা হয়েছে, রাজ্য পুলিশ শাসক দলের হয়ে কাজ করেছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করার অভিযোগ তোলা হয়েছে কলকাতা পুলিশের কর্তা দময়ন্তী সেন-সহ একাধিক আইপিএসের বিরুদ্ধে।

আরও পড়ুন: দল ছাড়তে চেয়ে ফেসবুকে পোস্ট সমীর পাঁজার, বিধায়কের পাশে মন্ত্রী অরূপ রায় 

কীভাবে তৈরি করা হয়েছে ওই রিপোর্ট। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত ও কর্মী সৌমিক হালদারের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রত্যেক আহতদের সঙ্গে দেখাও করেন। হেয়ার স্ট্রিট থানার ওসির সঙ্গে কথাও বলেন ওই পাঁচজন। এরপর ওই রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে। সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ সরকার। আইনের কোনও শাসন নেই। রিপোর্টে বলা হয়েছে, অভিযানে গিয়ে পুলিশি হামলায় ৭৫০ জন আহত, ৫৫০ জন গ্রেফতার  ও ৪৫ জন নিখোঁজ হয়েছেন।

CBI probeWest Bengal policePoliceNabanna RallyBJP

Recommended For You

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি

editorji | কলকাতা

Mamata Banerjee : ভারত সরকার হিন্দুদের রক্ষা করুক, বাংলাদেশে ইস্যুতে কেন্দ্রের কোর্টেই বল ঠেললেন মমতা