মানসিক ভারসাম্যহীন গজানন শর্মা। তিনি হাওড়ার বেলিসিয়াস রোডের বাসিন্দা। বুধবার বিধানসভায় ভুয়ো বিধায়ক ঘটনার তদন্ত প্রাথমিক ভাবে এই দাবি করল কলকাতা পুলিশ। বাজেটের দিনেই বিধানসভার কড়া নিরাপত্তা ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিলেন বছর পঁয়ষট্টির এই ব্যক্তি। নিজেকে বিধায়ক বলেও পরিচয় দিয়েছিলেন। কিন্তু পুলিশের জেরায় পরে তিনি ভেঙে পড়েন। বিধানসভার মতো হাই-সিকিউরিটি জোনের মধ্যে কী ভাবে বাইরের এক ব্যক্তি ঢুকে পড়লেন তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। এদিন বাজেটের সময় বিধানসভায় হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
এদিনের ঘটনা নিয়ে অবশ্য উদ্বেগ প্রকাশ করেছে শাসক-বিরোধী দু জনেই। তৃণমূল বিধায়ক এই ঘটনাকে উদ্বেগজনক বলেই দাবি করেছেন। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্য বাকি জায়গার সঙ্গে বিধানসভার নিরাপত্তাতেও যে একাধিক ফাঁক রয়েছে, তা এদিনের ঘটনা থেকেই স্পষ্ট। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের দাবি, প্রাথমিক খোঁজের পর জানা গিয়েছে ওই বৃদ্ধে বাড়ি হাওড়া পুরসভা এলাকায় পুত্রবধূ ও নাতনি তাঁর সঙ্গে থাকেন।
বুধবার দুপুরে বিধানসভার মধ্যেই প্রথম ঘুরে বেড়াতে দেখা যায় গজাননকে। নিরাপত্তারক্ষীরা তাঁকে চ্যালেঞ্জ করলে ওই বৃদ্ধ দাবি করেন, তিনি বিধায়ক। তাতেও সন্দেহ যায়নি। এরপরেই শুরু হয় জেরা।