কলকাতা থেকে গ্রেফতার ভুয়ো অফিসার (Fake Officer)। RAW অফিসারের নাম করে রাজ্যপাল (Governor) ও নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি পাঠায় ধৃত মণিময় মণ্ডল নামে এক ব্যক্তি। শুক্রবার কলকাতা পুলিশ (Kolkata Police) ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তির নামে একাধিক ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, RAW-এ কর্মরত আইপিএস অফিসার হিসেবে সব জায়গায় নিজের পরিচয় দিত ধৃত ব্যক্তি। কিছুদিন আগে রাজভবনে চিঠি পাঠায় অভিযুক্ত। বিষয়টি খোঁজ নেওয়ার জন্য রাজভবন হেয়ার স্ট্রিট থানাকে জানায়। এরপরই সামনে আসে বিষয়টি।
আরও পড়ুন: সিআইডি'র জালে বন্দুকের জাল লাইসেন্স চক্রের পাণ্ডা সহ ৬
ধৃত মণিময় মণ্ডলের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।