মঙ্গলবার বেলা বাড়তেই ভেঙে ফেলা হল মেডিকেল কলেজ হাসপাতালের(Students Protest in Medical College) গেটের তালা। ভোর থেকে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়রা তালা ভেঙে ফেলেন। এমনকি, চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটানোর জেরে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে(Calcutta high Court)। অবিলম্বে ঘেরাও তুলে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হোক রোগীর পরিজনদের, এই দাবিতে মামলা দায়ের হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার থেকেই উত্তপ্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল(Students Protest in Medical College)। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটকে রাখার অভিযোগ উঠেছে। অন্যদিকে, নার্সিং সুপারকে আটকে রাখার অভিযোগে রাতেই অধ্যক্ষের ঘরের সামনে পাল্টা অবস্থানে(Nurse Agitation in Medical College) বসেন নার্সরাও। তাঁদের দাবি, নির্বাচনের ক্ষেত্রে নার্সিং সুপারের কোনও ভূমিকা নেই। ফলে তাঁকে ছেড়ে দেওয়া হোক।
রোগীর আত্মীয়দের দাবি, সোমবার থেকেই তাঁরা প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন না। সকাল থেকে হাসপাতালের প্যাথলজি, এক্সরে এবং বায়োকেমিস্ট্রি বিভাগ বন্ধের অভিযোগ(Students Protest in Medical College) করেছেন তাঁরা। এছাড়া ওয়ার্ডে ঠিকমতো ওষুধ যাচ্ছে না বলেও অভিযোগ রোগীর আত্মীয়দের।