ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। কিশোরীকে টানা দু’মাস ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা। ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী এলাকায়। কিশোরী নিজেই বাবার বিরুদ্ধে গিয়ে অভিযোগ করেন। কিশোরীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে, যিনি পেশায় একজন পুলিশ কর্মী।
১৩ বছরের ওই কিশোরী থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, অক্টোবর মাস থেকে টানা অত্যাচারের শিকার তিনি। মা বাড়িতে না থাকলেই বাবা তাঁর উপর নানা অত্যাচার করতেন বলেও জানান ওই কিশোরী।
History of 29 December: আজ কিংবদন্তী রাজেশ খান্নার জন্মবার্ষিকী, ২৯ ডিসেম্বরই বিপুলে ভোটে জিতেছিল কংগ্রেস
বেহালায় বাবা, মা এবং ৭ বছরের একটি বোনের সঙ্গে থাকতেন কিশোরী। কিন্তু, কয়েক মাস আগে মা বাবার অশান্তি হওয়ায় , মা বাড়ি ছেড়ে চলে যান। তখন থেকে বাবার সঙ্গে দুই বোন থাকতেন। তারপর থেকেই নানাভাবে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।