কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। তাঁর গ্রেফতারির দাবি তুলল বিজেপি। বুধবার নিউ মার্কেট থানায় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সম্প্রতি পুরসভার বাজেট অধিবেশনে অনন্যার মন্তব্যে তৈরি হয়েছিল বিতর্ক। বিজেপির অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
অনন্যার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কালীঘাটের দিকে যাওয়ার সময় তাঁদের আটকে দেয় পুলিশ। সামান্য উত্তেজনা তৈরি হয় হাজরা মোড়ে। যদিও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
রাজনৈতির মহলের দাবি, খালিস্তানি বিতর্ক থেকে মোড় ঘোরাতে অনন্যার বিরুদ্ধে এই নালিশ। প্রায় একই দাবি তৃণমূলের একাংশের। কারণ, খালিস্তানি বিতর্কে কার্যত কোণঠাসা বিজেপি।