আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড হল রাতের কলকাতায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে (Kolkata Fire) পুড়ে ছাই হয়ে গেল শতাধিক বস্তি।
শুক্রবার রাতে আগুন লাগে জোড়াবাগান (Jorabagan) ময়দানের বস্তি এলাকার ৫ নম্বর বৈষ্ণব শেঠ লেনের একটি বস্তিতে। রাত ৯.৩০টা নাগাদ প্রথম আগুন দেখতে পাওয়া যায়। একটি টিনের চালের বাড়িতে প্রথমে আগুন লাগে। এরপর আরও দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
আরও পড়ুন: West Bengal Weather: ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টির ভ্রুকুটি
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। পরে আরও তিনটি ইঞ্জিন পাঠাতে হয়। ওই এলাকায় প্রায় শতাধিক ঝুপড়ি রয়েছে।
আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় রান্নার গ্যাসের সিলিন্ডার। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দমকল জানিয়েছে, বস্তিতে আগুন লাগলেও ভিতরে কেউ আটকে পড়েননি। প্রাণহানির কোনও খবর নেই।