ফের শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউটাউনের (New Town Fire Incident) বলাকা আবাসনে (Balaka Abasan) বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে বলেই খবর। ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন (Fire Brigrade)। দমকলের প্রাথমিক অনুমান, একটি ফ্ল্যাটের রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণ(Gas Cylinder Burst) থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা আবাসনে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আবাসনের একটি ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণ(Gas Cylinder Burst) হয়। তার ফলেই এই আগুন ছড়িয়ে পড়ে আবাসনে। ঘটনার সময় ওই ফ্ল্যাটেই ছিলেন এক বৃদ্ধা। বাইরে থেকে তাঁকে তালাবন্ধ করে ছেলে কাজে চলে যান বলেই খবর। তারপরই এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়ায়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আগুন নিয়ন্ত্রণে(Fire Under Control) এসেছে বলেও খবর।
আরও পড়ুন- Calcutta High Court: 'গণতান্ত্রিক দেশে সভা আটকানো যায় না', অভিষেকের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
সঙ্গে সঙ্গে আবাসনের প্রতিটি ফ্ল্যাট খালি করার চেষ্টা হয়। আতঙ্কে ঘর থেকে বেড়িয়ে আসেন বাসিন্দারা(Fire at Balaka Apartment)। তারপর দীর্ঘক্ষণ আবাসনের বাইরে দাঁড়িয়ে থাকেন বাসিন্দারা। তবে দমকলের(Fire Brigade) দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলেই খবর।