শহরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার সকালে আগুন লাগল নোনাপুকুর (Nonapukur) ট্রাম ডিপোতে (Trum depot)। যদিও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকালে আচমকাই ট্রাম ডিপোয় আগুন দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে।
খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন নোনাপুকুর ট্রাম ডিপোতে যায়। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: Calcutta High Court: তৃণমূল বনাম বিরোধী আইনজীবীদের বচসায় ধুন্ধুমার কলকাতা হাই কোর্টে