রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে (Rabindra Sadan Metro station Fire) আগুন-আতঙ্ক। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেট্রো স্টেশনের উপরের রিজ়ার্ভেশন অফিসের কুলিং টাওয়ারে আগুন লাগে। চারদিকে কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীরা সকলে সুরক্ষিত। যাত্রী পরিষেবার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লেগেছে। পরে সেই ধোঁয়া মেট্রো সুড়ঙ্গপথে ছড়িয়ে যায়। আগুন যেন ছড়িয়ে না পড়ে তার জন্য অফিসের জানলা ভাঙা হয়েছে। আপাতত ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।