সোমবার সকালে শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড(Kolkata Fire Update)। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে লাগোয়া এক্সাইড মোড়ের এক টায়ারের দোকানে আগুন লাগে বলেই খবর। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। দমকলের(Kolkata Fire Update) ছ’টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় দু'ঘন্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে বলেই খবর। আপাতত প্রাণহানির খবর না থাকলেও বিপুল অঙ্কের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলেই প্রাথমিক ধারণা দমকলের। সপ্তাহের প্রথমদিনে শহরের ব্যস্ত এলাকায় এই অগ্নিকাণ্ডের(Kolkata Fire Update) জেরে ব্যাপক যানজট তৈরি হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কীভাবে আগুন লেগেছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের কথা জানিয়েছে দমকল বিভাগ(Fire Brigade)।
আরও পড়ুন- Bangladesh News : বাংলাদেশের বালিয়াডাঙ্গিতে কমপক্ষে ১৪টি মন্দিরে হামলার অভিযোগ, গ্রেফতার দুই