কলকাতা মেডিক্যাল কলেজে আগুন । জানা গিয়েছে, সোমবার বিকেলে এমসিএইচ বিল্ডিংয়ের চার তলায় আর্ট সেন্টারে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন । কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ । দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল ।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, আর্ট সেন্টারের ল্যাবে আগুন লাগে । তখন সেখানে কোনও রোগী ছিলেন না । তাই কারও কোনও ক্ষতি হয়নি । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যখন আগুন লাগে, সেইসময় কেউ ল্যাবে ছিলেন না ।
প্রাথমিকভাবে দমকল বাহিনী মনে করছে, ল্যাবে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম থেকেই এদিন আগুন লাগে ।