উল্টোডাঙায় অগ্নিকাণ্ড । জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি গুদামে ভয়াবহ আগুন লাগে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন । দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা । এখন পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ।
জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎই ওই গুদাম থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয়রা । তাঁরাই প্রথমে দমকল ও পুলিশকে খবর দেন । স্থানীয় সূত্রে খবর, ওই গুদামে মার্বেল প্যাকিংয়ের কাজ হত । ভিতরে দাহ্য পদার্থও ছিল । ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ।
ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫ টি ইঞ্জিন আসে । কিন্তু, তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় দমকলের আরও পাঁচটি ইঞ্জিন নিয়ে আসা হয় । শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল ১০টি ইঞ্জিন । কীভাবেই বা আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ।