শনিবার ভোরে ভয়াবহ আগুন কলকাতায়। বিবাদীবাগের ৫ নম্বর গার্স্টন রোডের একটি পুরনো বাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। ব্যাঙ্কশাল কোর্টের ঠিক পিছনেই রয়েছে বাড়িটি। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। ওই বাড়ির দেওয়ালে ফাটল দেখা গিয়েছে।
জানা গিয়েছে, ওই বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার বাস করতেন। আগুন লাগার পর ওই বহুতলের ভিতর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। যদিও কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকলে খবর দেওয়ার দীর্ঘসময় পর ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ইঞ্জিন। সেকারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এমনকি, আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় উপকরণ তাদের কাছে ছিল না বলেও অভিযোগ।
Read More- প্রতি গেটে বিশেষ যন্ত্র, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় নড়ে চড়ে বসল উত্তর-পূর্ব রেল
যদিও দমকলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পালটা দাবি, ওই এলাকাটি ঘিঞ্জি। সেকারণে প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা তৈরি হয়। যদিও দেরি করে পৌঁছনোর অভিযোগ অস্বীকার করা হয়েছে।