ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বেলগাছিয়ায়। বেলগাছিয়া সেন্ট্রাল ডেয়ারিতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। আগুনের তীব্রতা বেশি থাকায় আরও ৫টি ইঞ্জিন পাঠানো হয়। ১২টি ইঞ্জিনের মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও।
অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। খোঁজ চালাচ্ছেন দমকল কর্মীরা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগও ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন: পরিযায়ী নন, ভূমিপুত্র চায় শ্রীরামপুর, সাংসদ লকেটের বিরুদ্ধে পোস্টার এলাকায়
সেন্ট্রাল ডেয়ারির বহুতলের একতলায় গোডাউন রয়েছে। দোতলা ও তিন তলায় অফিস রুম। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে দুধের প্লাস্টিক থেকেই আগুন লেগেছে।