শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড । পার্ক স্ট্রিট, অ্যাক্রপলিস মল, বড় বাজারের মেহতা বিল্ডিং-এর পর এবার ঘটনাস্থল ধাপা মাঠপুকুর । সেখানে একটি মোবিল কারখানার আগুন লেগেছে । কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছয়টি ইঞ্জিন ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ওই রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে । প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করে গোটা কারখানাকে । ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ফলে কারখানার পাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে । ইতিমধ্যেই এলাকাবাসীকে দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ।