রবিবার ভোরে ভয়াবহ আগুন টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায়। এনটিওয়ান স্টুডিয়োতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে।
দমকল সূত্রে খবর, ইতিমধ্যেই আগুনের গ্রাসে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োর একাংশ। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দারাও তৎপর হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।
স্টুডিয়োর আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখা হচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে দমকল সূত্রে খবর। এনটি ওয়ান স্টুডিয়োতে একাধিক সিরিয়ালের শুটিং হত বলে জানা গিয়েছে।