অবশেষে নিয়ন্ত্রণে ট্যাংরার আগুন(Fire at Tangra)। প্রায় ১২ ঘন্টা পর কার্যত নিয়ন্ত্রণে আগুনের(Fire) লেলিহান শিখা। সারারাত ধরে চেষ্টা চালিয়ে ভোরে দমকলকর্মীরা(Fire Brigade) আগুন নিয়ন্ত্রণে আনেন বলে খবর।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় ট্যাংরার ৩ নম্বর মেহের আলি লেনের এক চামড়া কারখানায়(Leather Godown)। দাহ্য বস্তু থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তা গোটা গুদাম গ্রাস করে নেয়। কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আকাশে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। তবে গুদামটি(Godown) ঘিঞ্জি এলাকায় হওয়ায় প্রাথমিকভাবে দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়। রাতভোর আগুন আয়ত্তে আনার চেষ্টা চালান দমকলকর্মীরা।
আরও পড়ুন- Fire in Kolkata : ট্যাংরায় চামড়ার গুদামে ভয়াবহ আগুন, আহত ২ দমকলকর্মী
ইতিমধ্যেই ওই কারখানার আশেপাশের একাধিক বাড়ি গ্রাস করেছে আগুনের(Fire at KOlkata) লেলিহান শিখা। প্রচুর মানুষ ঘরছাড়া অবস্থায় রাত কাটিয়েছেন খোলা আকাশের নীচে। আগুন লাগার খবর পেতেই এলাকায় যান দমকলমন্ত্রী সুজিত বসু(Sujit Bose)। তাঁর সামনেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তবে মন্ত্রীর কথায়, এই এলাকায় যে গুদাম ও কারখানাগুলি রয়েছে, সেগুলি অত্যন্ত পুরানো। ফলে, এইসব গুদাম ও কারখানাগুলিতে অনেকক্ষেত্রেই অগ্নিনির্বাপক ব্যবস্থা(Fire fighting System) থাকে না। এই গুদামে নির্দিষ্টভাবে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা এখনও জানা যায়নি।