সল্টলেক(Salt Lake Fire) বাজারে ভয়াবহ আগুন। পুড়ে ছাই একাধিক দোকান। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি বাজারের একটি ফুলের দোকানে(Fire at Saltlake)। দ্রুত সেই আগুন(FD Block Fire) গ্রাস করে নেয় আশেপাশের দোকান। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে আসে ৪টি ইঞ্জিন। পরে আরও ৬টা ইঞ্জিনকে আনানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু(Sujit Bose)। ঘটনার জেরে পুরসভার জঞ্জাল বিভাগের এক কর্মী ভোলানাথ পাইক আহত হন বলেই খবর।
স্থানীয়দের কথায়, দোকানগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন(Kolkata Fire Update) ধরে যায়। দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে(Gas Cylinder Burst) ফুলের গোডাউনে আগুন লাগে। সেখানে বাঁশ-কাঠ সহ একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন আরও বেড়ে যায়। শেষ পাওয়া খবর পর্যন্ত, প্রায় ১০০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন- Auto Expo 2023: এক চার্জে ৫৫০ কিমি ছুটবে মারুতির নতুন গাড়ি, অটো এক্সপোর মঞ্চ কাঁপালেন শাহরুখ
ওই ফুলের দোকানের মালিক জানান, সকালে ঘুম ভেঙে উঠেই তিনি আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন তিনি। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নিয়ে নেয়। অগ্নিকাণ্ডের(Saltlake Fire Update) জেরে দোকানে মজুত প্রায় ৭-৮ লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলেই জানান তিনি।