বৃহস্পতিবার সাতসকালে খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। টালিগঞ্জের কুঁদঘাটের এক প্রযোজনা সংস্থার গুদামে আগুন লেগে যায়। ঘটনাস্থল পোঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বাবুরাম ঘোষ রোডের গুদামটি বেশ ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন লাগার সময় গুদামে কেউ না থাকলেও প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম সেখানে রাখা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে।
Red alert in Teesta river: উত্তরবঙ্গে টানা বৃষ্টির জের, তিস্তা নদীতে জারি লাল সতর্কতা
আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
দমকল বাহিনী আগুন লাগার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গুদামের অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন স্থানীয়রা।