ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায় (Kolkata Fire)। মঙ্গলবার সকালে নিউ আলিপুরের (New Alipur) চেতলা রোডে (Chetla Road) একটি রঙ কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও আহত হওয়ার খবর নেই।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ রংয়ের গুদামে আগুন লাগে। গুদামের দরজা বন্ধ থাকায় আগুন নেভাতে সমস্যা হয়। দমকলের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। ঘিঞ্জি এলাকায় কেমিক্যাল ফ্যাকটারি কেন ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল প্রেসিডেন্সি, হস্টেলের গেট ভেঙে ঢুকলেন ছাত্রীরা
দমকলের ডিভিশনাল অফিসার সুদীপ্ত বীর বলেন, "ঢুকতে না পারার জন্য গণ্ডগোল হয়েছে। ঢুকতে পেরেছি যখন নিয়ন্ত্রণে চলে আসে। ঢোকার অনেক রাস্তা থাকলেও এটার এন্ট্রান্স একটাই ছিল। আগুন কীভাবে লাগল, ফরেনসিক টিমই বলতে পারবেন।"
স্থানীয় কাউন্সিলার জুঁই বিশ্বাসও ঘটনাস্থলে যান। তিনি বলেন, "পুলিশ, প্রশাসন, ফায়ার ব্রিগেড নিশ্চয় তদন্ত করবেন। সিইএসসি আসবে, তাঁরাও তদন্ত করবে। যদি এরা অগ্নি নির্বাপনের সব ব্যবস্থা নিতে পারে, তাহলে কারখানা চলবে। যদি না করতে পারেন, আপাতত বন্ধ রাখতে হবে। "