কলকাতা মেট্রোর একটি এসি রেকে ধোঁয়া ঘিরে আতঙ্ক। কবি সুভাষগামী একটি মেট্রোর রেকে রবীন্দ্র সদন স্টেশনে ধোঁয়া দেখতে পান স্টেশনের কর্মীরা। এরপরই যাত্রীদের মেট্রো থেকে নামানো হয়। এর জেরে ১৫ মিনিট পরিষেবা বন্ধ ছিল।
শুক্রবার দুপুর ১২টা ২৩ মিনিটে ঘটনাটি ঘটে। রেকটিকে পরে কবি সুভাষ কারশেডে পাঠায় মেট্রো কর্তৃপক্ষ। কী কারণে ধোঁয়া দেখা যায়, তা যদিও জানা যায়নি। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "কবি সুভাষগামী একটি রেকের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্টেশনকর্মীরা। সুরক্ষার জন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। মেট্রো চলাচল এখন স্বাভাবিক।"
আরও পড়ুন: স্টেডিয়ামের বাইরে বল', টিআরপি-তে প্রথম 'ডান্স বাংলা ডান্স', উচ্ছ্বসিত অঙ্কুশ
এর আগেও কলকাতায় মেট্রোর ধোঁয়া ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। একাধিক সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। শুক্রবার ফের মেট্রো রেকে ধোঁয়া ঘিরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।