বড়বাজারের পর এবার বউবাজারে আগুন। শুক্রবার সকালে বউবাজারের একটি রাসায়নিক গুদামের বেসমেন্টে আগুন লাগে। সংলগ্ন একটি দোকানে আগুন ছড়িয়েছে বলেও জানা গিয়েছে। কীভাবে এই আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ৭টা নাগাদ বউবাজারের একটি বহুতলের বেসমেন্টের গুদামে আগুন লাগে। আঠা তৈরির রাসানয়িক রাখা ছিল। আগুন লাগার পর রাসায়নিকের ড্রাম ফাটতে থাকে। দমকলকর্মীরা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। গুদাম সংলগ্ন বাড়ি থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন প্রতিরোধের যথাযথ ব্যবস্থা নেই। অভিযোগ তুলেছেন স্থানীয়দেরই একাংশ। গত মাসে বড়বাজার এলাকাতেও একটি ছাতার দোকান ও সংলগ্ন গুদামে আগুন লাগে।