ফের আগুন (Kolkata Fire) রাতের কলকাতায়। ভষ্মীভূত প্লাস্টিক কারখানা। বুধবার রাত সোয়া ১১টা নাগাদ বেহালার (Behala) চণ্ডীতলায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে ৭টি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাহ্য বস্তু থেকেই কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ভিতর থেকে উদ্ধার করা হয় শ্রমিকদেরও।
প্রতিবেশীদের অনুমান, কারখানার পাশে একটি নির্মীয়মান বহুতলে রান্না করছিলেন শ্রমিকরা। সেখান থেকেই আগুন প্লাস্টিক কারখানায় এসে পড়ে। প্লাস্টিক কারখানায় দাহ্যবস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একটি কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে প্লাস্টিক কন্টেনার তৈরির কারখানাতেও।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অশনি, জেনে নিন কবে আছড়ে পড়বে বাংলায়
খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন লাগার সময় কারখানার ভিতর আটকে ছিলেন শ্রমিকরাও। স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়েছে।