আজ গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের পাশাপাশি বাংলাতেও হালফিলে এই পুজোর চল বেড়েছে। গতকাল বিশ্বকর্মা পুজোর পর আজ গণেশ পুজোতেও সারা বাংলা জুড়ে সাজো সাজো রব। সেলিব্রিটি থেকে নেতামন্ত্রীরাও মেতেছেন গণপতির আরাধনায়।
MP's Group Photo: বিদায় পুরোনো পার্লামেন্ট ভবনের, শেষ বেলায় এক ফ্রেমে প্রায় ৭৫০ জন সাংসদ
লেকটাউন শ্রীভূমির দুর্গাপুজো সব সময় সকলের নজর কাড়ে । দুর্গাপুজোর আগে সিদ্ধিদাতার আরাধনায় মাতলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সকলের সাথে গণেশ পুজোয় ঢাক বাজিয়ে চলল আরাধনা। আলো ফুলে সাজানো হয়েছে মণ্ডপ।