রাজ্যের পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই দুর্নীতির তদন্তে আজ, বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর। তবে এদিন কী তিনি হাজিরা দেবেন ? কারণ, রাজ্যের মন্ত্রী দাবি করেছেন, এই ব্যাপারে তিনি কোনও নোটিস পাননি।
সল্টলেকে থেকে গ্রেফতার অয়ন শীলকে জেরা করে কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছিল, রাজ্যের ১৫টির বেশি পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল ইডি এবং সিবিআই। সম্প্রতি এই তাদেরই এই তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত থেকে নির্দেশ পাওয়ার পরেই এই দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রথম মন্ত্রী হিসাবে তলব করা হয়েছিল সুজিত বসুকে। সিবিআইয়ের দাবি, অনেক আগে থেকেই রাজ্যের মন্ত্রীকে এই ব্যাপারে নোটিস পাঠানো হয়েছে। যদি তিনি না আসেন পরবর্তীতে কী পদক্ষেপ করা হবে তা পরে বিবেচনা করে দেখা হবে।