রাজভবনের কাছেই ভয়াবহ আগুন। বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছে একটি বহুতলে বুধবার সকালে আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউ দাউ করে জ্বলছে বহুতলের উপরের তলটি। খবর পেয়ে রাজভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা পরিস্থিতির তদারকি করতে দেখা গিয়েছে তাঁকে।
যে বহুতলে ওই আগুন লেগেছে সেটির নাম শরাফ হাউস। তার ভিতরে রয়েছে বেশ কিছু অফিস, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতরও। প্রাথমিক অনুমান, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে।
Rahul Arunoday Banerjee: হিন্দু পুরোহিতের মুসলমান বোন, অন্য রকম গল্প বলবে রাহুলের পরের ছবি 'ফতেমা'
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের। অন্তত দশটি ইঞ্জিন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন বহুতলের ভিতরে কেউ আটকে নেই। তবে একজন রক্ষীর সামান্য জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।