শুক্রবার বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল কলকাতা। এদিন বিকেলে ইএম বাইপাসের উপর রুবির কাছে একটি যাত্রিবোঝাই সরকারি বাসে হঠাৎ আগুন লেগে যায়। খানিকক্ষণের মধ্য়ে তাতে আগুন বাড়তে থাকে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চলার সময়েই এসি বাসটি থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। তখনই বাসটিকে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন লেগে যায়। তবে পুলিশ সূত্রে, এই ঘটনায় সব যাত্রী নিরাপদে আছেন।
বাসটিকে জ্বলতে দেখে প্রথমে স্থানীয় ট্রাফিক গার্ড থেকেই দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। বাসটির আগুন নেভানোর কাজ শুরু করেন। পুরো বাসটাই জ্বলে গিয়েছে বলে জানা গিয়েছে।