চিরকুটে কোনও দিন কাউকে চাকরি দেওয়া যায় না। এই দাবি করে বাম আমলে নিয়োগ দুর্নীতে সরব দুই তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং উদয়ন গুহর উল্টো সুর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতে। শনিবারই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ দাবি করেছিলেন, তাঁর বাবা কমল গুহ যখন রাজ্যের মন্ত্রী ছিলেন, তখন অনেকেই চাকরি পাইয়ে দিয়েছিলেন। এবং উদয়ন দাবি করেছিলেন, দুর্নীতির আশ্রয়ে সেই চাকরি হয়েছিল। তার প্রতিক্রিয়ায় উদয়নের দাবিকে পাগলের প্রলাপ বলেই অভিহিত করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরসভায় তাঁর দাবি, চিরকুটে কোনও দিন লোক নিয়োগ করা যায় না। একটা আবেদন পত্র লাগে।
বাম আমলে নিয়োগ দুর্নীতিতে নিয়ে গত কয়েকদিন থেকে সরব তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে সিপিএমের প্রাক্তন বিধায়ক এবং কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একটি চিঠির প্রতিলিপিকে সামনে তুলে ধরে মিলি চক্রবর্তীর নিয়োগকে বেআইনি বলেই অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।
এই পরিস্থিতিতে সরকারের এই তদন্তকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন মিলি চক্রবর্তী। সুজন পত্নীর পাল্টা দাবি, তাঁর নিয়োগে কোনও ভুল নেই। কারণ তিনি ইন্টারভিউয়ে প্রথম হয়েই গড়িয়ার কলেজে যোগ দিয়েছিলেন। মিলি জানিয়েছেন, সরকারি তদন্ত সব ব্যাপারে জবাব দিতে তিনি তৈরি।