গার্ডেনরিচের ঘটনায় ভুল স্বীকার মেয়র ফিরহাদ হাকিমের। সোমবার এই ঘটনার পর শহরে বেআইনি নির্মাণ নিয়ে বাম আমলকে দায়ী করেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার একশো আশি ডিগ্রি ঘুরে মেয়র জানালেন পুরসভার গাফিলতির কথা। দাবি করলেন তিনি ক্ষমাপ্রার্থী।
গার্ডেনরিচের ঘটনায় নাম জড়িয়েছে ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শামস ইকবালের। নাম না করলেও শহরের বেশ কিছু কাউন্সিলার যে কাজের বিনিময়ে টাকা নেন সেই অভিযোগও স্বীকার করেছেন মেয়র। আর এই কারণেই তিনি বেআইনি নির্মাণ পুরোপুরি বন্ধ করতে পারছেন না।
এর আগেও কলকাতায় বাড়ি ধসে মৃত্যু হয়েছে। এদিন তাতে ফিরহাদের সংযোজন, দুর্ভাগ্যজনক যে এটা তাঁর সময়তেও হল। গার্ডেনরিচের ঘটনায় ইতিমধ্যেই মেয়রের গ্রেফতারির দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।