বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফের ফাটল। শুক্রবার সকালে আতঙ্কে ঘর ছাড়েন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মেট্রো রেলের দিকেই আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি চান, এই বিষয়ে এবার রেলবোর্ডের শীর্ষকর্তারা হস্তক্ষেপ করুন।
এলাকায় এসেছিলেন স্থানীয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষও। তাঁর দাবি, আগের বার মেট্রোর জিএমের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু যে কোনও রাজনৈতিক কারণে এগোতে পারিনি। ঘটনাস্থল পরিদর্শন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।
এদিন ফিরহাদ হাকিম বলেন, "যতক্ষণ পর্যন্ত না রেলবোর্ডের একেবারে শীর্ষস্থান থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলতেই থাকবে। কারণ এখানে যাঁরা কাজ করছেন তাঁরা বিষয়টা সামলে উঠতে পারছেন না। তিনি আরও বলেন, আমি ইঞ্জিনিয়ার নই, কিন্তু দীর্ঘদিন পুরসভার কাউন্সিলর থাকার সুবাদে আমার মনে হচ্ছে যে, যে জায়গায় মেশিন আটকে গিয়েছিল, সেখানেই ওয়াটার পকেট তৈরি হয়েছে।"
এদিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "বউবাজারের বিষয়টি নিয়ে গতবছর মেট্রোর জিএমের সঙ্গে আলোচনা হয়েছিল। যে কোনও রাজনৈতিক কারণে আর কথা এগোয়নি।" এদিকে এদিন ঘটনাস্থলে আসেন মহম্মদ সেলিমও। তিনি বলেন, "সুরেন্দ্রনাথ ব্যানার্জি পার্ককে কমপ্লেক্স করতে চায় সরকার। ইস্ট-ওয়েস্ট মেট্রো বাহানা। কলকাতা ট্রামকে তুলে দিয়েছে। ট্রামের যে সম্পত্তি যে আছে, সেখানে মার্কেট কমপ্লেক্স করবে। সিন্ডিকেট রাজ। তার জন্য ভুগতে হচ্ছে বউবাজারের মানুষকে।"