আগে মনোমালিন্য হয়েছে। দল ছেড়েছেন। ফের দলে ফিরেছেন। অন্যান্য বারের মতো এবারও বাড়ির লক্ষ্মীপুজোয় দলের নেতাদের নিমন্ত্রণ করেছিলেন তৃণমূলের দাপুটে নেতা সব্যসাচী দত্ত। সেই পুজোয় প্রধান অতিথি ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুই নেতা সময় কাটালেন একই সঙ্গে। একই স্কুলে তাঁর ৮ বছরের সিনিয়র ফিরহাদ হাকিম। এদিন তা জানালেন সব্যসাচী দত্ত।
তবে হেভিওয়েট নেতাদের মধ্যেও নজর কাড়লেন ফিরহাদের নাতনি। সব্যসাচী দত্ত জানালেন, মেয়রের নাতনিই এবার লক্ষ্মীপুজোর প্রধান অতিথি।। ফিরহাদ হাকিম জানান, এর আগে অনেকবার এসেছেন তিনি। তিনি নাড়ুর ভক্ত। তাই লক্ষ্মীপুজোর নিমন্ত্রণ পেলেই চলে আসেন।
এবার সব্যসাচী দত্তের বাড়ির লক্ষ্মীপুজো ২২ বছরে পা রেখেছে। প্রত্যেক বছরই ঘটা করে এই পুজোর আয়োজন করেন তিনি ও তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্ত। এদিন পুজোয় তৃণমূলের হেভিওয়েট নেতার পুজোয় অতিথিরাও ছিলেন হেভিওয়েট। মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ শান্তনু সেন, কুণাল ঘোষরা।