ইদ উল ফিতরের সকালেই সপরিবারে ইদের নমাজে অংশ গ্রহণ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, আপামর মানুষের উদ্দেশে দিলেন সম্প্রীতির বার্তা। পাশাপাশি অক্ষয় তৃতীয়া উপলক্ষেও সকলকে শুভেচ্ছা জানালেন তিনি।
চেতলা মসজিদে নমাজ শেষে ফিরহাদ বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে সম্প্রীতির আবহ তৈরি- হয়েছে, তাকে অটুট রাখতে হবে। সমগ্র দেশজুড়ে এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে,,, আমাদের মনে রাখতে হবে আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী। আমরা সকলে মিলে আমাদের দেশ ভারতবর্ষকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো। আমরা কোন ধরনের বিভাজন এর রাজনীতি কে প্রশ্রয় দেবো না"।
ইদের সকালে রেডরোডের নমাজের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তাঁর প্রশাসনে এবং মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের নামই আলাদা করে উল্লেখ করেন। মন্ত্রিসভায় ঘনিষ্ট বলে পরিচিত ফিরহাদ হাকিমের নামও আলাদা করে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।।