তৃণমূল কংগ্রেসের (TMC) জয়ের পর দলীয় প্রার্থীদের অভিনন্দন জানালেন কলকাতা পুরসভার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বিরোধীদেরও ভোটে দাঁড়ানোর জন্য শুভেচ্ছা জানালেন তিনি। নির্দল প্রার্থীদের এখনই ফেরানো হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। জানালেন তিনি।
ফিরহাদ হাকিম বলেন, "দেখুন এই ট্রেন্ডটা বিধানসভা ভোটের (Assembly Election 2021) পর থেকে দেখা গেছে। মানুষ এখন তৃণমূল ছাড়া অন্য কাউকে ভরসা করছে না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়ন, আরেক দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ প্রশাসনিক সিদ্ধান্ত। এই দুটো নিয়ে ভারতের অন্যান্য জায়গার থেকে তৃণমূল পরিচালিত, মাটি মানুষের সরকার মানুষের পক্ষে অনেক কাজ করেছে। মানুষ একটা সময় কিছুটা বিভ্রান্ত হয়ে গেছিল। এখন আর মানুষ তৃণমূল ছাড়া অন্য কোনও দিকে তাকাচ্ছে না। এতে প্রমাণ হচ্ছে, বিরোধীরা সারাদিন ধরে যে অভিযোগ করেছিল, রিগিং, ঝামেলা এই সব গুলো কিন্তু বিরোধীরাই করেছে। ইভিএম ভাঙা থেকে বিভিন্ন জায়গায় গণ্ডগোল, এগুলো সব বিরোধীরা করেছে। তৃণমূল কংগ্রেস আজকে জেতেই নি। বাংলা যে আজকে শ্রেষ্ঠ, তা প্রমাণ করেছে।"
ফিরহাদ আরও বলেন, "আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে এগিয়ে যাব। সন্ত্রাস নয়, মানুষের পাশে থাকব। মানুষকে ধন্যবাদ জানাব।যারা ভোট দিয়েছেন, তাদেরও ধন্যবাদ, যারা ভোট দেননি তাদেরও ধন্যবাদ। আর যারা আমাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তাদেরও ধন্যবাদ। তারা লড়েছেন, তাই তাদের আমরা আশিস কামনা করছি। দীর্ঘজীবন কামনা করছি। কারও ঘৃণা নয়, সবার জন্য ভালোবাসা। বাংলার সংস্কৃতি হচ্ছে ভালোবাসা দেওয়া। বিবিধের মাঝে দেখো মিলন মহান। মিলনতীর্থ বাংলা। বিরোধী প্রার্থীদেরও পাশে থাকব। বলব, আসুন, কী দরকার বলুন, আমি আপনার পাশে আছি।"
আরও পড়ুন:পুর-ফলে শতরান তৃণমূলের, শাসকের দাপটে ৩১ পুরসভা বিরোধীহীন
নির্দল প্রার্থীদের দলে ফেরা নিয়েও মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "দলে এখনও এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এখনও পর্যন্ত নির্দল প্রার্থীদের নেওয়ার ব্যাপারে কোনও সংকেত দেয়নি দল। নির্দলরা নির্দলই থাকবে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাদের শুভেচ্ছা জানাই। যারা বিরোধী প্রার্থীতে দাঁড়িয়েছেন, তাদেরও শুভেচ্ছা জানাই। আর সবাই মিলে বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করব।"