শুক্রবার কলকাতা পুরসভার(KMC) একটি নোটিশ ঘিরে জটিলতা তৈরি হয়। সেখানে বলা হয়, ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে অবসর নেওয়া পুরকর্মীরা তাঁদের অবসরকালীন সুযোগ-সুবিধাসহ পেনশনের(Pension) টাকা আপাতত পাবেন না। এর জন্য দায়ী করা হয় পুরসভার(KMC) তহবিল সংকটকে। গত পাঁচ মাস ধরে অবসরকালীন সুযোগ-সুবিধা, পেনশনের টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। ফলে তাঁদের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) এই নোটিশের কথা অস্বীকার করে জানান, গোটা ঘটনার তদন্ত(Investigation) হবে।
এর আগে শপথ গ্রহণের সময় ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়েছিলেন, ৭০০ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে পুরসভার মাথায়। সেদিনের সেই ঘোষণা এবং শুক্রবারের এই নোটিশ, সবমিলিয়ে দুইয়ে দুইয়ে চার করে নেন কলকাতা পুরসভার(KMC) অবসরপ্রাপ্ত কর্মীরা। যদিও ফিরহাদ হাকিম জানান, ১০০০ কোটি টাকার সংকট রয়েছে পুরসভায়(KMC)। তার মানে এই নয় যে পেনশন(Penion) বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন- Duare Sarkar: ফেব্রুয়ারি থেকেই 'দুয়ারে সরকার' ক্যাম্পে মিলবে করোনা টিকা, করা হবে স্বাস্থ্যপরীক্ষা
তবে আচমকা পেনশন বন্ধের এই নোটিশে যথেষ্ট উদ্বেগে কলকাতা পুরসভার(Kolkata Municpal Corporation) অবসরপ্রাপ্ত কর্মীরা। চিন্তিত ঠিকা কর্মীরাও। বিগত ৮-৯ মাস ধরে তাঁদের প্রাপ্য বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা কবে টাকা পাবেন, আদৌ পাবেন কিনা তা নিয়েই ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।